News

Star IT Lab News

Bus Management System

In:
Like Up:
Like Down:
Created:
03 Sep 2020

#Bus_Management_System

ডিজিটাল বাংলাদেশে এনালগ সিস্টেম আর নয়। আপনাদের জন্য Star It Lab নিয়ে এলো ডিজিটাল সিস্টেমে নিজস্ব ওয়েবসাইটে গ্রাহকদের সর্বোচ্চ সুবিধাজনক পদ্ধতি ও সেবা নিশ্চিত করা। গ্রাহকদের ভোগান্তি আর নয়। এবার গ্রাহকদের পাশে আপনারা আরও সহজে ও উন্নত উপায়ে।

গ্রাহকরা এখন আর স্টেশনে গিয়ে টিকিট কাটার ভোগান্তি সহ্য করতে চায় না। আর তাছাড়া অন্যের ওয়েবসাইটে নিজেদের বাসের টিকিট  ব্যবস্থাপনা দেয়ার থেকে নিজস্ব ব্যবস্থাপনায় টিকিট ক্রয়, বিক্রয়, বুকিং, মূল্য এবং বিশেষ করে কাস্টমারের ফিডবেক ও রিপোর্ট গ্রহণ করা টা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে সহজেই কাস্টমারের সাথে দ্রুত সুসম্পর্ক হয়ে যায়। বিশ্ব দ্রুতই অনলাইন বেইজ সিস্টেমে চলে যাচ্ছে। ম্যানুয়াল সিস্টেম আর দেখা যাবে না। সল্প সময়ের ব্যাবধানে বিশ্বের সব কিছুই ডিজিটাল উপায়ে হবে। তাই আপনারও আর দেরি করা উচিৎ নয়। আজ থেকেই বাস মেনেজমেন্ট সিস্টেমটি ব্যাবহার করা শুরু করুন।
প্রতি বছরই আমরা দেখি ট্যুরের জন্য বাস ঠিক করে কাস্টমাররা। কাস্টমাররা যদি এখন থেকে আপনাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনাদের সম্পূর্ণ একটি ট্যুর পেকেজ সম্পর্কে জানতে পারে অথবা তারা ম্যানুয়ালি তাদের সার্ভিস চাওয়া সম্পর্কে বলতে তাহলে বিষয়টি কাস্টমারের জন্যও যেমন ভালো বাস নিয়ন্ত্রণ কারী দের জন্যও বিষয়টি সহজসাধ্য এবং অধিক কাস্টমার পাওয়ায় লাভজনকও বটে।
আমরা  দীর্ঘ কয়েক বছর যাবত বিভিন্ন ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করে আসছি। আমাদের নির্ভুলতা ও দক্ষতাই আমাদের সুনাম বইয়ে আনে। আমরা ইন্টারন্যাশনাল অনেক ক্লায়েন্ট সার্ভিস দিয়ে আসছি। তারা শতভাগ বিশ্বাস রাখে আমাদের ব্যাবস্থাপনার উপর। আমরা চাই অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটা বাসেরই নিজস্ব মেনেজমেন্ট সিস্টেম থাকুক। আর এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। সিস্টেমটি প্রচার করা মাত্রই ইতোমদ্ধ্যে বেশ রেসপন্স পেয়েছি। বেশ কয়েকটি বড় বাস কম্পানি গুলো নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। আমাদের বিশ্বাস সব কম্পানিগুলোই এই সিস্টেমটির আওতায় আসবে।

Star It Lab আপনাদের জন্য কি বিশেষ কিছু তৈরি করে?

১। টিকিট বুকিং সিস্টেম
২। টিকিট ক্রয়
৩। ট্রিপ ম্যানেজমেন্ট
৪। বুকিং সিস্টেম
৫। রিপোর্ট সিস্টেম
৬। মূল্য তালিকা
৭। এজেন্ট তালিকা সিস্টেম
৮। দ্রুতগামী ব্যবস্থাপনা

আপনাদের বিশ্বস্ততাই আমরা সবসময় আছি আপনাদের পাশে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে। গ্রাহকদেরযে কোনো সমস্যাতে আমরা 24/7 সেবা প্রদান করে থাকি। আর আমাদের ব্যাবস্থাপনায় অবশ্যই  ডট কম ডোমেইন ও সুপারফাস্ট হোস্টিং পাচ্ছেন একদম বিনামূল্যে। 

No comments yet...

Leave your comment

17629

Character Limit 400